তিন লক্ষ টাকার গাঁজা সহ শুটার হাসান আটক
নাসিম আক্তার, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার
যশোরের সীমান্ত এলাকা শার্শা থানাধীন সূবর্ণখালী গ্রামস্থ সূবর্ণখালী প্রাথমিক বিদ্যালয় এর দক্ষিণ পাশে জনৈক মোঃ ইস্রাফিল মাস্টার এর মেহগনী বাগানের মধ্যে হতে ৬ কেজি গাজা সহ আসামীকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ৩,০০,০০০ লক্ষ টাকা। আটককৃত আসামীর পিতার নাম- বাবলু, মাতা-আম্বিয়া খাতুন,গ্রাম- বহিলাপোতা, উপজেলা/থানা- শার্শা, জেলা -যশোর।
( ১৫ জুলাই )ইং তারিখ সময় রাত ১.৩০ ঘটিকায় মোঃ হাসান ওরফে শুটার হাসান (২০) আসামি কে আটক করে শার্শা থানা পুলিশ।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও মোঃ বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ মোঃ মেহেদী হাসান, এএসআই(নিঃ)/ মোঃ আল-আমিন হুসাইন, শার্শা থানা, যশোর সঙ্গীয় ফোর্স সহ ৬ কেজি গাঁজা সহ আসামি কে আটক করে।
এই সংক্রান্তে শার্শা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা রুজু হয়েছে।
