ইন্দুরকানীকে ছাত্রীকে যৌন হয়রানীর মামলায় ব্যবসায়ী গ্রেফতার
ইন্দুরকানী প্রতিনিধি: আসাদুজ্জামান।
প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার
ইন্দুরকানীতে প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর
অভিযোগে মো. কুদ্দুস মোল্লা (৪৫) নামের এক মুদি
ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই)
সকালে ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় এ
অভিযোগে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত কুদ্দুস মোল্লা
উপজেলার পত্তাশি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের মৃত
আইয়ুব আলী মোল্লার ছেলে। ভুক্তভোগী স্কুল ছাত্রীটি স্থানীয়
একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
থানায় দায়ের হওয়া মামলা ও ভুক্তভোগীর পরিবারের দেয়া তথ্য মতে
জানা গেছে, ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী ও অভিযুক্তের বাড়ি একই
এলাকায়। তা ছাড়া অভিযুক্তের মুদি দোকান ওই স্কুল ছাত্রীর ঘরের
পাশেই। তাই মাঝে মধ্যে ওই স্কুল ছাত্রী অভিযুক্তের দোকানে
মালামাল ক্রয় করতে গেলে অভিযুক্ত দোকানদার তাকে মজা
খাওয়ানোর কথা বলে দোকান ঘরের পিছনে নিয়ে শরীরের
স্পর্শকাতর স্থানে হাত দিতো। এর ধারাবাহিকতায় গত ০৪
জুলাই বিকাল সাড়ে ৪টার দিকে অভিযুক্তের দোকানে বিস্কুট
আনতে গেলে অভিযুক্ত তাকে দোকানের পিছনে নিয়ে তার যৌন
কামনা চরিত্রার্থ করতে স্কুল ছাত্রীর প্যান্ট খুলে শরীরের স্পর্শকাতর
স্থানে হাত দেয়া সহ আঙ্গুল দিয়ে আঘাত করে। এ সময় অভিযুক্ত
দোকানদার বিষয়টি ওই স্কুল ছাত্রীর পরিবারের কাউকে বললে তাকে হত্যা করে বস্তায় ভরে পানিতে ফেলে দেয়া হবে বলে
হুমকী দেয়া হয়। ভয়ে ভুক্তভোগী স্কুল ছাত্রী বিষয়টি গোপন রেখে ওই রাতে মাকে যৌনাঙ্গের ব্যাথার বিয়টি জানায়। মা তাকে
পরের দিন চিকিৎসার জন্য খুলনা নিয়ে যান। পরে তার এক
সহপাঠীকে বিষয়টি খুলে বলে।
এ ব্যাপারে ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.
হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে
গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের
করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা
হয়েছে।
