রোটার্যাক্ট ক্লাব অফ নীলফামারীর: সভাপতি রিয়াদ, সম্পাদক রিয়াজ
মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৪ জুলাই ২০২১ রোববার
রোটার্যাক্ট ক্লাব অফ নীলফামারীর নতুন কমিটি অনুমোদন হয়েছে। এতে মো: রকনুজ্জামান রিয়াদ কে সভাপতি ও মো: রিয়াজুল ইসলাম রিয়াজ কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। রবিবার (৪ জুলাই) দুপুরে রোটারি ক্লাব অফ সৈয়দপুর পি.এস.সি.সি মো: তরিকুল আলম ও রোটার্যাক্ট ক্লাব অফ নীলফামারীর সাবেক সভাপতি মো: তামজিদ উল আলম প¬াবন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ২২ সদস্যের কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছে সহ-সভাপতি সাগর চন্দ্র রায়, শিউলি আক্তার পপি , যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল আরিফ রিজন, মোস্তাফিজুর রহমান ইমরান, কোষাধ্যক্ষ রিজিতা আফরোজ লরিন, সম্পাদক রিশাদ চৌধুরী, সহ-সম্পাদক মোঃ নাঈম শাহ্, সংগঠন পরিচালক আরিফিন আক্তার, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক সাদমান হায়দার, জনসাধারণ বিষয়ক পরিচালক রাকিবুল হাসান, ডিরেক্টর অফ প্রফেশনাল সাজ্জাদুল আহমেদ সোমেল, ফাউন্ডেশন কমিটি ডিরেক্টর ইসরাত জাহান রিমু, ফিন্যান্স ডিরেক্টর মুন্মুন নাহার, সার্জেন্ট এ্যাট আর্মস মজিবর রহমান । এছাড়া অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন আফিয়া ফারজানা আনিকা, মারুফ হামজা শাহ, নওশিন তাবাসসুম অথৈই, প্রত্যয় বিশ্বাস এবং সাজেদুল ইসলাম ।
ক্লাবের সাবেক সভাপতি তামজিদ উল আলম বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আমরা বিগত বছরগুলোতে ক্লাবের বিভিন্ন কার্যাবলী দক্ষতার সাথে সম্পন্ন করেছি। আমরা বিশ্বাস করি নতুন কমিটিতে যারা এসেছে তারা আরও দক্ষতার সাথে কাজগুলো করবে।
