চট্টগ্রামের খুলশীতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্নহত্যা
প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার
চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় গলায় ফাঁস দিয়ে নাছমিন আক্তার (১৭) নামে এক নারী আত্মহত্যা করেছে। নিহত নাছমিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নালঘর দাশবাড়ির আব্দুস ছাত্তারের মেয়ে।শুক্রবার রাতে ফ্লোরাপাস রোড়ে নিজ বাসায় নাছমিন আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার এসআই মো. দেলোয়ার হোসেন জানান, ঘরের মধ্যে দরজা লাগিয়ে গলায় ফাঁস লাগিয়ে নাছমিন আত্মহত্যা করে। বাড়ির লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকলে ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। থানায় খবর দিলে আমরা গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তবে আত্নহত্যার কারন জানাতে পারেননি তিনি।
