বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

হৃদয় জিতেছেন সুইস গোলরক্ষক সোমার

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ১২:২২ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার

সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে উঠেছে স্পেন। টাইব্রেকারে সুইসদেরকে ৩-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়।

প্রথমবারের মতো ইউরোর সেমিতে ওঠার স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড প্রথমার্ধের শুরুতেই ধাক্কা খেয়ে বসে। স্প্যানিশ আক্রমণের ঢেউ সামলাতে হিমশিম খাওয়া দলটা ৮ মিনিটে পিছিয়ে পড়ে। আত্মঘাতি গোল করেন ডেনিশ জাকারিয়।

আসরজুড়ে দারুণ লড়াকু সুইসরা ৬৮ মিনিটে সমতায় ফেরে জেরদান শাকিরির গোলে।

৭৭ মিনিটে রেমো ফ্রেউলার লাল কার্ড দেখে বিদায় নেন। দশ জনের দল নিয়েও লড়াই করেছে শেষ পর্যন্ত।

পুরো খেলায় ২৭টি শট নেয় স্প্যানিশরা। তার মধ্যে ২১টি ছিল বক্সের মধ্যেই। অতিরিক্ত সময়ে স্পেনের প্রায় অর্ধ ডজন গোল রুখে দেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার।

ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানেও একটি শট রুখে দেন জার্মান দল বুরুশিয়া মনশেনগ্লাডব্যাখের গোলরক্ষক।

তবে শেষ রক্ষা হয়নি। স্প্যানিশ গোলরক্ষক সিমন সুইসদের দুটি শট ফিরিয়ে দেন। এতে পেনাল্টি ভাগ্যে শেষ চারে ওঠার আনন্দে মাতে স্পেন।

উনাই সিমনকে ম্যাচ সেরার পুরস্কার দেয়া হয়। অ্যাথলেটিকো বিলবাওয়ের এই তারকা অবশ্য প্রতিপক্ষের গোলরক্ষককেই এগিয়ে রাখছেন।

‘সত্যি বলতে আমি সমারকে এই পুরস্কারটি তুলে দিতে চাই।’

সমারের এমন পারফরমেন্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিতে থাকেন ব্যবহারকারীরা।

ইউরোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও তার প্রশংসা করা হয়।

অনেকেই দ্য গ্রেট ওয়াল অব চায়নার সঙ্গে ৩২ বছর বয়সী সোমারের তুলনা করেছেন। কেউ কেউ তাকে মাঠের সুপারম্যান হিসেবে উল্লেখ করেছেন।

অনেকেই লিখেছেন, ‘ম্যাচ জিতেছে স্পেন, হৃদয় জিতেছেন সোমার।’