সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

বনানীতে পায়েলের অভিনব দেহ ব্যবসার প্রতিষ্ঠান

মো. মোহন

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার

প্রশাসনের নজর এড়াতে এবার নাম ছাড়াই চালানো হচ্ছে স্পা সেন্টার। রাজধানীর বনানী এলাকায় এই স্পা সেন্টারটির মালিক পায়েল। ওই এলাকার একাধিক বসবাসকারী বলছে, স্পা সেন্টারগুলো নির্মূলে পুলিশের অভিযানের চিত্র চোখে পড়লেও উল্লেখিত ব্যক্তিদের আখড়াগুলো অদৃশ্য কারণে আড়ালে পড়ে যায়। নামধারী কিছু নেতাকর্মী ও একটি প্রভাবশালী মহলের স্বার্থসিদ্ধি এবং মদদপুষ্ট হয়ে অবাদে চলছে এসব অবৈধ স্পা সেন্টারের নামে দেহ ব্যবসা ও মাদকের রমরমা আয়োজন।

জানা যায়, ওসি নুরে আজম যোগদানের শুরু থেকে অসংখ্য স্পা ব্যবসায়ীরা ছত্রভঙ্গ সহ কিছুটা নিষ্কীয় হলেও স্পা সেন্টার মালিক পায়েল অভিনব কায়দায় চালিয়ে যাচ্ছে স্পা সেন্টারের নামে দেহ ব্যবসা। পায়েল বনানী এলাকায় রোড ৪, হাউজ ৩, লেবেল ২ একটি ফ্লাট ভাড়া নিয়ে কোন নাম বা রেজিস্ট্রেশনের ছাড়াই গোপনে চালিয়ে যাচ্ছে স্পা সেন্টারের নামে অবৈধ দেহ ব্যবসা ও মাদকের আখড়া। এই প্রতিষ্ঠানগুলোর সার্বিক তদারকি ও নিয়ন্ত্রণে রয়েছে উর্তি বয়সের নারীরা। যোগান চক্রের আকাঙ্ক্ষা নিবারণের আখড়াটিতে সারা দিন আগত লোকজনের বিচরণে সরগরম থাকে। কাষ্টমারদের চাহিদা মতো নারী যোগারে চলে নানা মুখী হীন প্রতিযোগিতা। বিভিন্ন বিবাহিত, কলেজ পড়ুয়া উর্তি বয়সের নারীদের অবাদ বিচরন পায়েলের এই আখড়ায়। অনৈতিক উপায়ে অর্থ উপার্জনে মগ্ন এসব নারী। আর সেই সুযোগটি করে দিয়েছে পায়েল।

পায়েলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে প্রতিনিয়ত প্রতিবেদককে এড়িয়ে চলতে শুরু করে। একপর্যায়ে তার মুখোমুখি হলে কথিত স্পা সেন্টারের মালিক পায়েল প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরন করে বলে, আমি গোপালগঞ্জের পোলা, আমার বিরুদ্ধে রিপোর্ট করতে বুঝে শুনে করবি।

এ ব্যাপারে বানানী থানার ওসি নুরে আজম এর সাথে তার মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আপনার প্রতিবেদন ছাড়াও আমরা সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি এসব নামে বেনামী প্রতিষ্ঠান বন্ধ করতে। তারপরেও আপনার যদি কোন সাজেশন থাকে তাহলে আমাদের জানিয়ে সহযোগিতা করতে পারেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।