কবি ঝুমা রহমানের ‘জন্ম আমার যমুনায়’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ২৭ জুন ২০২১ রোববার

করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হলো কবি ঝুমা রহমানের ‘জন্ম আমার যমুনায়’ কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব। গত ২৫ জুন রাজধানীর লালমাটিয়াস্থ ইউরো বাংলা হার্ট সেন্টারে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান।
ব্যতিক্রমধর্মী আবহ ছিল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। কবিতা আবৃতি, গান, স্মৃতি চারণের ফাঁকে ফাঁকে চা চক্রে দর্শকরা ঝুমা রহমানের ‘জন্ম আমার যমুনায়’ ভাসতে থাকে।
বিশিষ্ট ক্যানসার কনসালটেন্ট সার্জেন ডাঃ সৈয়দা হাসিনা আজম প্রধান অতিথি হিসাবে বইটির মোড়ক উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পপতি মিজানুর রহমান, সংগীত শিল্পী আমিন বাদল, সিলভী প্রমূখ। বইটি প্রকাশ করেছে ‘এই সময়’ পাবলিকেশন। প্রচ্ছদ সুব্রত বসাক। মূল্য ২০০ টাকা ।