চট্টগ্রামের কর্ণফুলীতে অস্ত্রসহ গ্রেফতার দুই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
চট্টগ্রাম নগরীর কর্ণফুলীতে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গতকাল দিবাগত রাতে কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- কর্ণফুলি উপজেলার বাসিন্দা মো. আব্দুল আজিজ (৩০) ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা মোর্শেদুল আলম (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লাল কস্টেপে মোড়ানো একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে।
