শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছেন প্রধানমন্ত্রী

শারমিন আক্তার, জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:১০ এএম, ২৬ জুন ২০২১ শনিবার

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ব্যতীত টেকসই উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য নিরসনে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজের বঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন ভাতা, অনুদান, খাদ্য সহায়তা, স্বল্প সুদে ঋণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে মানবসম্পদ হিসেবে তৈরি করছেন। এর ফলে বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন সাধিত হচ্ছে।’

আজ (শুক্রবার) বেলা ১১টায় জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত ইসলামপুর উত্তর সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ শীর্ষক’ প্রকল্পের আওতায় পলবান্ধা ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গরু বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যই নয়, বরং নদী ভাঙন, বন্যার মতো প্রাকৃতিক কারণে অনুন্নত জনপদ ও অঞ্চলের মানুষের কল্যাণে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছেন। এরূপ একটি প্রকল্পের উদাহরণ হলো এটি।’

এ প্রকল্পের আওতায় জামালপুর জেলার ১২টি ইউনিয়নের প্রতিটিতে ২৯০ জন দরিদ্র ব্যক্তির প্রত্যেককে সর্বোচ্চ ৪০ হাজার টাকায় একটি গরু ক্রয় করে দেয়া হচ্ছে এবং এর সাথে আনুষঙ্গিক খরচ হিসেবে ৩৩০০ টাকা দেয়া হবে।


ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন হোসনে আরা এমপি, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, আব্দুস সামাদ মহিলা কলেজের প্রিন্সিপাল আবু নাছের চার্লেস চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান শাহজাহান প্রমুখ।