দক্ষিণ সুনামগঞ্জে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
মোঃ জামিউল ইসলাম তুরান, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৬:০০ পিএম, ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার
দক্ষিণ সুনামগঞ্জে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে, মাসিক আইন শৃংখলা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার আতাউর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হক, পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা প্রাথমিক সহ শিক্ষা অফিসার আব্দুল বারেক, উপজেলা আনসার বিডিভি অফিসার মোছাঃ নিলুফা চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (পাউবো) মাহবুবুর রহমান, জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক আলিমুল ইসলাম, আবু ইছহাক , পাগলা সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া শিক্ষক মৃদুল তালুকদার, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সধারণ সম্পাদক মোঃ নুরুল হক, জয়কলস ইউনিয়ন পরিষদের সদস্যা পুষ্প বেগম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সদস্যা কবিতা দাস প্রমূখ।
সভায় উপজেলার আইন শৃংখলা সহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।
