শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

টংগীতে পুলিশি অভিযানে ১ মাদক ব্যবসায়ী আটক

​​​​​​​রায়হান মৃধাঃ

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২১ জুন ২০২১ সোমবার

গাজীপুরে টঙ্গী পূর্ব থানার অভিযানে ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ জুন) রাত সাড়ে ১১টায় পূর্ব আরিচপুর সাহারা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ফাহিম বিল্লাহ (৩৫), পিতা মৃত মজিবুল হক, সাং চকডোস, থানাঃবোরহান উদ্দিন, জেলা ভোলা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার সক্রিয় ফোর্স সহ এসআই রাজীব সাহারা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রির সময় আসামীকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ জানান, পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে সকল পরিস্থিতিতে। মাদক ব্যবসায়ীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই দিকে প্রশাসনের নজরদারি রয়েছে।