মুন্সিগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
মুন্সিগঞ্জে চিহ্নিত মাদক কারবারী মোঃ রফিক শেখ (৩০) কে গ্রেফতার করেছে র্যাব। সদর থানা থেকে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মাদক কারবারী রফিক চরশীল মন্দির এলাকার মনা শেখের ছেলে।
র্যাব সূত্রে জানাযায়, র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাদক কারবারী রফিককে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
