ইন্দুরকানীতে জাল ভোট দেয়ার চেষ্টাকালে গ্রেফতার ১
আসাদুজ্জামান
প্রকাশিত : ০৯:১৯ পিএম, ২১ জুন ২০২১ সোমবার
ইন্দুরকানীতে জাল ভোট দেয়ার চেষ্টাকালে একজনকে গ্রেফতার করেছে
পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান
করা হয়। সোমবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের ১৭নং পথেরহাট
আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮ নম্বর ভোট কেন্দ্রে ভোট গ্রহন
চলাকালীন সময়ে বালিপাড়া গ্রামের রুহুল আমিন শেখের ছেলে হৃদয় শেখ
(৩৮) জাল ভোট দেয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে
ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ও চীফ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন শুনানি শেষে তাকে ৮ মাসের বিনাশ্রম
কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন। ২১ জুন প্রথম ধাপের
ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র
বালিপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
