শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

মানুষের ভালবাসার চেয়ে বড় কোন সম্পদ এই পৃথিবীতে নেই--ভাইস চেয়ারম্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

মানুষের ভালবাসার চেয়ে বড় কোন সম্পদ এই পৃথিবীতে নেই। প্রত্যেক মানুষ একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। এটাই চিরন্তন সত্য। তার অর্জিত সব টাকা-পয়সা, ধন-দৌলত, বাড়ি-গাড়ি সব কিছুর মায়া ত্যাগ করে সব ফেলে রেখে তাকে যেতেই হবে। কিন্তু কেউ যদি মানুষের ভালবাসা অর্জন করতে পারেন এর চেয়ে বড় কোন সম্পদ আর এই পৃথিবীতে হয় না।

তার মৃত্যুর পরেও মানুষ তাকে যুগে যুগে মনে রাখবে, স্মরণ করবে। তিনি মানুষের মাঝে অমর হয়ে থাকবেন। এই কথাগুলো বলেছেন মানিকগঞ্জ শিবালয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী আহসান  মিঠু ।

তিনি সোমবার মধ্য রাতে শিবালয়ের দিয়ারচর শাকরাইল নবা পাগলার ১২তম উরস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে পুণরায় নির্বাচনে অংশ নিচ্ছেন। সে লক্ষ্যে সে এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।

প্রায় প্রতিদিনই তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ওয়াজ, উরস মাহফিল, কীর্ত্তণ, গ্রামীণ যাত্রাপালাসহ নানা অনুষ্ঠানে এবং উঠান বৈঠকে যোগদান করছেন। এলাকার গনমানুষের ভালবাসা অক্ষুন্ন রাখতে তিান পুণরায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করতে ইচ্ছুক- এ কথা উপস্থাপন করার পর মানুষের ব্যাপক সাড়াও পাচ্ছেন তিনি। 

তিনি বক্তব্যকালে আরো বলেন তার পিতা শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আলী আকবর ছিলেন খুব সাদা মনের মানুষ। তিনি সব শ্রেণি -পেশার মানুষের সাথে মিশতেন। তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন মানুষের ভালবাসা অর্জনের কথা, মানুষকে সম্মান করার কথা। তার পিতাই তাকে শিখিয়েছেন মানুষের ভালবাসা অর্জনের চেয়ে বড় কোন অর্জন এই পৃথিবীতে নেই।