বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

সেনা ‘অদৃশ্য’ করার প্রযুক্তি আবিষ্কার করল ইসরাইল

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২০ জুন ২০২১ রোববার

যুদ্ধক্ষেত্রে ইসরাইলি সেনাদের অদৃশ্য করার প্রযুক্তি আবিষ্কার করেছে ইসরাইলের একটি প্রযুক্তি কোম্পানি। দেশটির একজন প্রযুক্তিবিদ জানিয়েছেন ছদ্মবেশ ধারণের মাধ্যমে সৈনিকদের বেঁচে থাকার এ প্রযুক্তি ইতোমধ্যে সাফল্য দেখিয়েছে এবং এর জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে যাবতীয় কাঁচামাল ক্রয়ের পরিকল্পনা নিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টাইমস অব ইসরাইলের একটি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইসরাইলি প্রযুক্তি কোম্পানি পোলারিস সলিশন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সম্প্রতি তৈরি করেছে কিট ৩০০ নামের এ লাইটওয়েট শিট। কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আসফ পিসিওতো বলেন, ‘এ ধরনের প্রযুক্তি বিশ্বে এটাই প্রথম। এ কারণে এই প্রযুক্তির পেটেন্ট নিবন্ধন করতে আমরা বহু দেশে আবেদন করেছি।’ তিনি জানান, শিটটি ধাতব, পলিমার এবং মাইক্রোফাইবারের সমন্বয়ে তৈরি। এর বর্ণচ্ছটা থেকে তৈরি বিভিন্ন আবরণের কারণে খালি চোখে সৈনিকদের কেউ দেখতে পাবে না। ফলে যোদ্ধাদের আক্রমণে যেতে সুবিধা হবে।


এ ধরনের প্রযুক্তি আবিষ্কারের ধারণাটির জন্ম হয়েছিল ২০০৬ সালে, লেবানন যুদ্ধের সময়। পিসিওতো সে সময় ইসরাইল সেনাদলের একটি বিশেষ ইউনিটে ছিলেন। তখনই তিনি মনে করেন, সৈন্যদের কাছে এ ধরনের একটি প্রযুক্তি থাকলে শত্রুদের চোখ এড়ানো যাবে। যুদ্ধে জয়ী হতে আরও সুবিধা হবে। এরপরই তিনি ২০১০ সালে প্রযুক্তি প্রতিষ্ঠান পোলারিস সলিশন প্রতিষ্ঠা করেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর কয়েকজন সাবেক সৈন্য এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন এবং বাহিনীতে কৌশলগত বিভিন্ন পণ্য সরবরাহ করে আসছে। পোলারিস সলিউশনের বিপণন পরিচালক, জোনাথন পিংকাস বলেন, ‘যুদ্ধক্ষেত্রের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতেই কিট ৩০০ তৈরি করা হয়। আমরা আবিষ্কারে নতুনত্ব আনতে চেয়েছিলাম, পেরেছি।’

তিনি জানান, প্রতিটি শিট প্রতিটি দিকে বিভিন্ন বর্ণের স্ফূরণ ঘটায়। শিটটি এমনভাবে তৈরি হয়েছে যার ত্রিমাত্রিক গঠন রয়েছে। সে কারণে যুদ্ধক্ষেত্রে এর বহুবিধ ব্যবহার সম্ভব। এটি জলরোধী, যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের বহন করার জন্য আশ্রয় দিতে পারে কিংবা এটিকে স্ট্রেচারেও রূপ দেওয়া যেতে পারে। পিংকাস বলেন, ‘আহত সৈনিকদের এটির চিকিৎসার ক্ষেত্রে এর মূল্যবান ভূমিকা থাকবে, যা ২৫০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে।