শরীয়তপুরে তিন মামলার আসামি কুখ্যাত চোর গ্রেপ্তার
নুরুজ্জামান শেখ, শরীয়তপুর
প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া হতে তিন মামলার আসামি কুখ্যাত চোর ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পালং থানা পুলিশ। পালং থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গত ১২ জুন রাত সাড়ে ১১ টার সময় পালং থানার জিআর তিন মামলার আসামি মোঃ শাকিল(২২) এবং অপর আসামি অপু শিকদার(২০) মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার জন্য পালং থানাধীন পশ্চিম পরাসিদ্ধ, বাদশা মোল্লার ফল ভান্ডার আংগারিয়া ব্রিজের পূর্ব পাশে মাটির রাস্তায় নিরিবিলি পরিবেশে অবস্থান করেছিল। মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের বিষয়টি জানতে পেরে ওসি মোঃ আক্তার হোসেন পুলিশের একটি ফোর্স দ্রুত পাঠায় এবং ওই আসামিদের কে ঘটনাস্থল হইতে সাথে থাকা ১১ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর অরেন্ট আসামি মোঃ শাকিল বেপারী মাদক, নারী, চুরি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ এক কুখ্যাত চোর শাকিলকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ,অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পালং থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন জিআর মামলার ওয়ারেন্ট আসামি মোঃ শাকিল বেপারী এবং অপু শিকদারকে মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হই। এদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। আমি আর বলতে চাই আমি প্রেসব্রিফিংয়ে বলেছিলাম আপনাদের কাছে মাদকের বিষয়ে আমার কাছে কোনো ছাড় নেই। তারা যত বড় ক্ষমতাশীল হোক না কেন মাদকের বিষয়ে বিন্দু পরিমানও ছাড় পাবে না।
