অটোরিকশার যানজটে অতিষ্ঠ এরশাদ নগর বাসী!
রায়হান মৃধা
প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
দিন দিন বেড়েই চলেছে ব্যাটারিচালিত অটোরিকশা। শহরের রাস্তাঘাট সংকীর্ণ থাকায় সড়কে অবৈধ পার্কিং করে রাখা হয় রিকশাগুলো। এতে যানজট লেগেই থাকে।
সম্প্রতি টংগীর ৪৯ নং ওর্য়াডে ১ নং ব্লক বড় বাজার মসজিদ সংলগ্ন মেইন রাস্তা দখল করে যাতায়াত এর রাস্তায় অবৈধ ভাবে পার্কিং করে রাখা হয় অটোরিকশা। ফলে ভোগান্তিতে পরতে হয় সাধারণ জনগণকে যাতায়াতের রাস্তা না রেখে চলছে এ সকল অবৈধ পার্কিং। এতে করে অসুবিধা হচ্ছে ইমারজেন্সি সেবা মূলক যানচলাচলের, ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণ কে। এলাকাবাসী জানান,কিছু অসাধু ব্যক্তি তাদের স্বার্থের জন্য কিছু টাকা জি.পি নিয়ে ক্ষমতার ধাপট দেখিয়ে রাস্তার পাশে অবৈধ ভাবে পাকিং করে রাখে অটোরিকশা গুলো, এতে আমাদের চলাচলে অনেক ভোগান্তি করে! তাই আমরা চাই এসকল অবৈধ পাকিং নিষিদ্ধ করা হোক।
