করোনার টিকা নিলে গাঁজা ফ্রি!
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ১২:২০ পিএম, ৯ জুন ২০২১ বুধবার

করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। করোনা মোকাবিলায় নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি। তবে এবার করোনা প্রতিরোধে এবং করোনার ভ্যাক্সিন/টিকা গ্রহণে মানুষকে উৎসাহিত করতে অদ্ভুত এক সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্য। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ‘মদ ও গাঁজা বিষয়ক বোর্ড’ বা ‘লিকার ও ক্যানাবিস বোর্ড (এলসিবি)’ ঘোষণা দিয়েছে, প্রাপ্তবয়স্ক যে কোন ব্যক্তি করোনার টিকা নিলে বিনামূল্যে গাঁজার একটি ‘জয়েন্ট’ পাবেন।
এই প্রচারণার নাম দেওয়া হয়েছে ‘জয়েন্ট ফর জ্যাবস’ বা ‘টিকার বিনিময়ে জয়েন্ট’। এর আওতায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করলে অভিনন্দনসূচক গাঁজা দেওয়া হবে। ১২ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে। এতে শুধু আগে তৈরি করে রাখা গাঁজার একটি শলাকা দেওয়া হবে।
আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। তার আগে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকানকে অন্তত করোনার এক ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট বাইডেন। কিন্তু দেশটিতে টিকা নেওয়ার গতি কমে আসছে। এমন অবস্থায় নেওয়া হচ্ছে অভিনব এমন নানা পদক্ষেপ।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের মানুষের মধ্যেও টিকা নিতে অনীহা দেখা দেওয়ায় অন্যান্য রাজ্যের মতো সোমবার ওয়াশিংটনের লিকার ও ক্যানাবিস বোর্ড (এলসিবি) এমন ঘোষণা দেয়। ঘোষণা দিয়েছে তারা বলেছে, সীমিত সময়ের জন্য টিকা নিলে বিনামূল্যে পাওয়া যাবে গাঁজার একটি জয়েন্ট। তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিনন্দনসূচক এই উপহার দেওয়া হবে না।
বোর্ডের পক্ষ থেকে ঘোষণা দিয়ে আরও জানানো হয়েছে যে, ‘আমরা সাময়িক সময়ের জন্য ক্রেতাদের ‘জয়েন্ট ফর জ্যাবস’ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। এর আওতায় প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা টিকাদান কেন্দ্রে টিকা নেওয়ার পরই অভিনন্দনসূচক গাঁজার একটি জয়েন্ট পাবেন।’