বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আল জাজিরার সাংবাদিককে ছেড়ে দিলো ই`সরাইলি পুলিশ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১১:২২ এএম, ৬ জুন ২০২১ রোববার

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর সাংবাদিক গিভারা বুদেইরিকে ছেড়ে দিয়েছে ইসরাইলি পুলিশ। এক প্রতিবেদনে আল জাজিরা বিষয়টি জানিয়েছে।

পূর্ব জেরুজালেম সংলগ্ন শেখ জাররাহ থেকে আন্দোলনের খবর সংগ্রহ করতে গেলে আল-জাজিরার জেরুজালেম প্রতিনিধি বুদেইরিকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ।

ওই সময় তার সঙ্গে থাকা ক্যামেরামান নাবিল মাজাউই’র সরঞ্জামও ধ্বংস করে দেয় পুলিশ।

মুক্তির পর বুদেইরি জানান, গ্রেপ্তারের আগে পুলিশরা তাকে ঘিরে ফেলে। এসময় তাকে লাথি মারতে থাকে তারা।

অন্যদিকে ইসরায়েলি পুলিশের অভিযোগ, বুদেইরি এক নারী পুলিশকে আঘাত করেছেন। তবে বুদেইরি এই অভিযোগ অস্বীকার করেছেন।

আগামী ১৫ দিন শেখ জাররাহ এলাকায় উপস্থিত হবেন না বুদেইরি, এমন শর্তে তাকে মুক্তি দেয়া হয়েছে তাকে।

‘নাকসা’র ৫৪তম বার্ষিকী পালন করছিল ফিলিস্তিনিরা। এসময় সংবাদ সংগ্রহ করতে উপস্থিত হয়েছিলেন বুদেইরি। নাকসা শব্দের অর্থ ‘দুর্ভাগ্য’। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখল করে নেয় ইসরায়েল। যা নিজেদের দুর্ভাগ্য বলে মনে করে ফিলিস্তিনিরা।