বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবীতে নীলক্ষেতে মানববন্ধন

আবু নাঈম নোমান

প্রকাশিত : ০৬:০১ পিএম, ৩০ মে ২০২১ রোববার

স্বাস্থ্য বিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

৩০ মে (রোববার) বেলা ১১টায় সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন ঢাল সাত কলেজের ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ১দফা ১দাবি, অতিদ্রুত শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দিতে হবে। দেশে গাড়ি-ঘোড়া,মার্কেট,শিল্প কারখানা ও গার্মেন্টস সব কিছুই চলছে কিন্তু  করোনার অযুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষামন্ত্রী ও সরকার তাদের ব্যর্থতা প্রমাণ করছেন। শিক্ষার্থীরা আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যদি মন্ত্রী ব্যর্থ হয় তবে তার পদত্যাগ দাবী করেন এবং সারদেশে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।