ইন্দুরকানীতে ইয়াসের প্রভাবে বেড়িবাধ বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
আছাদুজ্জামান ইন্দুরকানী পাঠানো তথ্যে রিপোর্ট- শান্ত কবির
প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৯ মে ২০২১ শনিবার
ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ২০ কিলোমিটার বেড়িবাধ ও দুই
হাজার বাড়িঘর সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় প্রায় ৩০ কিলোমিটার বেড়িবাধের ৫
কিলোমিটারবেড়িবাধ একেবারে বিলীন হয়ে গেছে। এছাড়া ১৫ কিলোমিটারের
মত বেড়িবাধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে টগড়াএলাকার বেড়িবাধ
সম্পূর্ণবিলীন হয়ে গেছে। অপরদিকে ইন্দুরকানী, কালাইয়া, টেংড়াখালী,
পাড়েরহাট , চরবলেশ^র, খোলপটুয়া, চন্ডিপুর, সাঈদখালী এলাকার বেড়িবাধ বেশি
ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাধ ভেঙ্গে প্রায় ৩০টির মত গ্রাম তলিয়ে যাওয়ার কারণে
দুই হাজার মত কাচা ও আধাকাচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি না কমার
কারণে নদী তীরবর্তী বাসিন্দারা তাদের আশ্রয়স্থলে ফিরতে পারছে না। এদিকে এ
উপজেলার ৫ ইউনিয়নে বিভিন্ন এলাকার কয়েক হাজার জমির বীজতলা
জলাবদ্ধতারকারণে তলিয়ে থাকায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তেমনি কলা, পেপে
সহ বিভিন্ন মৌসুমী ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।

টগড়া গ্রামের নদী তীরবর্তী বাসিন্দা আনোয়ারফরাজী, আবু সালেহ আকন ও
খোকন জানান, বেড়িবাধ না থাকায় জোয়ার এলেই আমাদের আতঙ্ক বেড়ে যায়।
বন্যা আসলে আমাদের অন্য জায়গায় গিয়ে থাকতে হয়। প্রতিবার বন্যায়ই আমাদের
বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু সে তুলনায় আমরা তেমন কোন সহযোগীতা পাই
না। আমরা নি¤œ আয়ের মানুষ।নদীতে মাছ ধরে আমাদের জীবিকা চলে। সরকারের
কাছে আমাদের দাবি একটি টেকসই মজবুদ বাধ তৈরি করে দিলে আমরা নিরাপদে
বাস করতে পারতাম।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুব-এ-মৌলা
মো: মেহেদী হাসান জানান, ঘূর্ণিঝড় ইয়াসে এ উপজেলার তিন কিলোমিটারের
মত বেড়িবাধ বিলীন হয়ে গেছে এবং বিভিন্ন এলাকায় বেড়িবাধ ক্ষতিগ্রস্থ
হয়েছে।
