শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

স্বস্তির বৃষ্টি নামল লাকসামে - ফেসবুকে স্ট্যাটাসের হিড়িক

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮ পিএম, ২৪ মে ২০২১ সোমবার

তীব্র তাপদাহের পর অবশেষে লাকসামে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার (২৪) সন্ধা সাড়ে ৬ টার দিকে বৃষ্টি শুরু হয়। এতে গরমে অতিষ্ট লাকসামবাসী যেন স্বস্তি পেল। বৃষ্টি শুরু হওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার হিড়িক পড়ে। অনেকেই স্বস্তির স্ট্যাটাস দেন ফেসবুকে। বেশ কয়েকদিন পর বৃষ্টি হওয়ার খুশি সবাই।

এদিকে সোমবার ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ কার্যত একই এলাকায় স্থির রয়েছে। অনুকূল আবহাওয়া পরিস্থিতির কারণে ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ২৬ মে ভোর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-খুলনা উপকূলের নিকট দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছতে পারে।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর বিক্ষুব্ধ রয়েছে।

সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেছিলেন, ‘ঘূর্ণিঝড় যে তৈরি হতে যাচ্ছে, এর প্রতিক্রিয়া সোমবার ভোর থেকে চট্টগ্রাম, বরিশাল এসব এলাকায় প্রভাব পড়া শুরু করতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।’

 

/এমএস