শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

নীলফামারীতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২৩ মে ২০২১ রোববার

দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবীতে নীলফামারীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখা। সংগঠনটির উদ্যোগে রবিবার (২৩ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়। এ সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি কাজী আবু মুসা ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক লেবু মিয়া,সহ-সভাপতি জনাব আলী, কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াজ হোসেন, ডিমলা উপজেলার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মোতাহার হোসেন প্রমূখ । মানববন্ধন শেষে নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।