মাগুরায় এশিয়ান হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠনের কর্মশালা
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২২ মে ২০২১ শনিবার
মাগুরায় এশিয়ান হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন মানবাধিকার বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। শুক্রবার ২১ মে সকাল ১০ ঘটিকায় ভায়নার মোড় বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত অফিসে মাগুরা জেলা কমিটির উদ্যোগে জেলা কমিটির অফিসে মানবাধিকার কর্মশালা ও প্রশিক্ষনের আয়োজন করা হয়। এশিয়ান মানবাধিকার কর্মশালায় সভাপতিত্ব করেন আহবায়ক মোঃ ইকবাল হোসেন ও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মোঃ আরমান হোসেন, জিয়াউর রহমান, মোঃ দবির হোসেন, সদস্য সচিব আফসানা জান্নাত, আইন উপদেষ্টা এ্যাডভোকেট মোছাঃ মমতাজ বেগম, নির্বাহী সদস্য স্বপ্না ঘোষ, মিলন ঘোষ, সাধারণ সদস্য মোঃ তৌহিদুল ইসলাম সহ মানবাধিকার নেতৃবৃন্দ ও কর্মীরা। কর্মশালার মূল বিষয় ছিল মানুষের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা,সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত সকলকে এগিয়ে আসার আহবান, মানবতার সেবায় সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান। উক্ত সভায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢাকা হতে সদর দপ্তরের মহাসচিব জনাব মইনুর রশীদ চৌধুরী যোগ দেন ও গুরুত্ব পুর্ন আলোচনা করেন। মাদক নির্মুলে সবাইকে প্রশাসনের সাথে যোগাযোগের মাধ্যমে ভুমিকা রাখার নির্দেশ প্রদান করেন মহাসচিব।
