বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

র‍্যাবের অভিযানে দারুস সালাম এলাকায় ১৪ সিএনজি অটোরিক্সাসহ আটক ১৩

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১০:২৮ পিএম, ২১ মে ২০২১ শুক্রবার

র‍্যাব-৪ এর অভিযানে রাজধানীর দারুস সালাম এলাকায় ১৪ টি সিএনজি অটোরিক্সাসহ সংঘবদ্ধ চোরাকারবারী দলের ১৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দারুস সালাম থানাধীন মাজার রোডস্থ সিএনজি মালামাল বিক্রয়ের দোকানের পিছনের গ্যারেজে কিছু সংঘবদ্ধ চোরাকারবারী সদস্য চুরির উদ্দেশ্যে অবস্থান করছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল উক্ত স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চোরাইকৃত ১৪ টি সিএনজিসহ ১৩ জনের সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যকে গ্রেফতার করতে স¶ম হয়। আটককৃতরা হল, কুমিল্লা জেলার মোঃ মাহবুব আলম (৪৫), মোঃ বাশার (২৪), সিরাজগঞ্জ জেলার মোঃ নুরনবী শেখ, চট্টগ্রামের মোঃ বেলাল হোসেন (১৯), মাগুড়া জেলার মোঃ আল আমিন (২৯), ঢাকার মোঃ বাদল (১৯), বগুড়া মোঃ বেল্লাল হোসেন মন্ডল (৪৬), নরসীংদী জেলার মোঃ শাওন (২০), মুন্সিগঞ্জ জেলার কাজী মোঃ আশরাফ উদ্দিন (৬০), নারায়নগঞ্জ জেলার মোঃ সোহরাব (৩৫), ভোলা জেলার মোঃ আজাহার (৪৫), বাগেরহাট জেলার অন্তর মালাকার (৩২) ও ঝালকাঠি জেলার নুর সায়েদ @ রুবেল (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে সিএনজি চুরির ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা সংঘবদ্ধ আন্তঃ জেলা চোরাকারবারী চক্রের সাথেও জড়িত। ধৃত দুর্র্ধষ চক্রটি পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবত ঢাকা, মানিকগঞ্জসহ ঢাকার নিকটবর্তী বিভিন্ন স্থানে গিয়ে সিএনজি চুরি করে রং পরিবর্তন করে ভূয়া নাম্বার প্লেট লাগিয়ে কমদামে বিক্রি করে আসছিলো।