কুমিলায় BHRC`র আঞ্চলিক মানবাধিকার সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC'র কুমিলা আঞ্চলিক মানবাধিকার সম্মেলন ২২ ফেব্র“য়ারি ২০১৯ সকালে কুমিলা শহরের নজরুল ইনষ্টিটিউটে অনুষ্ঠিত হয়। BHRC কুমিলা জেলা শাখার সভাপতি লুৎফুর রেজা খোকনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন BHRC'র সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার। কুমিলা জেলা, কুমিলা মহানগর,
ব্রাক্ষণবাড়ীয়া এবং চাদপুর জেলার পাঁচশতাধিক মানবাধিকার কর্মীর উপস্থিতিতে জাতীয় ও BHRC'র পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, BHRC'র নিজস্ব সংগীত, পবিত্র আল কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনের শুরুতে BHRC'র সেক্রেটারী জেনারেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিলা জেলা, মহানগর,
আঞ্চলিক ও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মীবৃন্দ। সম্মেলনের মধ্য ভাগে মানবাধিকার কর্মীদের শপথ বাক্য পাঠ করান BHRC'র সেক্রেটারী জেনারেল। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন BHRC'র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, চাঁদপুর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রুহুল আমিন সরকার, সদর দফতর বিশেষ প্রতিনিধি হারুন-অর রশিদ,
বিশেষ প্রতিনিধি মোস্তাক আহামেদ ভুঁইয়া, কুমিলা আঞ্চলিক সমন্বয়কারী ওবায়দুল কবির মোহন, কুমিলা মহানগর শাখার সভাপতি এএইচএম তরিকুল ইসলাম, কুমিলা আঞ্চলিক শাখার সভাপতি মাহমুদুল হাসান রোম্মান, কুমিলা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব মাহমুদুল হক পিটার, কুমিলা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ গুলজার হোসেন সহ প্রায় ৩০ জন বক্তা সম্মেলনে বক্তব্য রাখেন।
