ম্যারাডোনাকে হত্যার দায়ে অভিযুক্ত ৭!
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২০ মে ২০২১ বৃহস্পতিবার

ফুটবল ঈশ্বর খ্যাত আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে হত্যার দায়ে ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। গত বছরের নভেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা। এর মাত্র ২ সপ্তাহ আগেই মস্তিষ্কে অস্ত্রপাচার হয়েছিল তার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৬০ বছর। মৃত্যুর পর তার পরিবার দাবি করে, মৃত্যুর পেছনে অন্য কারো হাত রয়েছে বলে সন্দেহ করছেন তারা। এর ভিত্তিতেই শুরু হয় বিশেষ তদন্ত। এরপরই আর্জেন্টিনার পুলিশ ম্যারাডোনার মস্তিষ্কের অস্ত্রপাচার করা চিকিৎসক ড. লিওপোল্ডো লুকের বাড়ি ও হাসপাতালে অভিযান চালায়। পুলিশ দাবি করেছে, এটি একটি হত্যাকাণ্ড ছিল তার পক্ষে প্রমাণ পাওয়া গেছে।
এ খবর দিয়েছে টিএমজি স্পোর্টস।
মৃত্যুর পর চিকিৎসকরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে ম্যারাডোনার। কিন্তু তারপর ম্যারাডোনার মেয়ে বাবার মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ ছিল, চিকিৎসকদের অবহেলার কারণে তার বাবার মৃত্যু হয়েছে। সেসময় অভিযুক্ত চিকিৎসক লিওপোলডো লুক মিডিয়ার সামনে এসে কেঁদে ফেলেছিলেন। তার দাবি ছিল, তিনি তারকা ফুটবলারকে বাঁচানোর সবরকম চেষ্টা করেছিলেন। চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না। এবার লুকসমেতসহ মোট ৭ জনের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ম্যারাডোনার মেয়ের অভিযোগের ভিত্তিতে এই মামলা হয়েছে। অভিযুক্ত অন্যরা হচ্ছেন, ম্যারাডোনার মানসিক অবস্থা বিশেষজ্ঞ অগাস্টিনা কোয়াকভ, দুজন নার্স এবং একাধিক স্বাস্থ্যকর্মী। অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে। আগামি ৩১শে মে আদালতে উঠতে যাচ্ছে মামলাটি।