শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

প্রকাশিত হলো রিজভী-প্রিয়াংকা পিয়ার ‘তুই ভেসে যা’ (ভিডিও)

মো. সুমন হোসেন

প্রকাশিত : ০২:২৭ পিএম, ২০ মে ২০২১ বৃহস্পতিবার

এ প্রজন্মের মেধাবী কন্ঠ শিল্পী এম এইচ রিজভী। নতুন একটি ডুয়েট গানে এবার তার সাথে কন্ঠ দিলেন সেরাকণ্ঠ খ্যাত গায়িকা প্রিয়াংকা পিয়া। ১৮ই দুপুর ১২টায় "তুই ভেসে যা" শিরোনামের মিউজিক ভিডিওটি অডিও প্রযোজনা প্রতিষ্টান 'ঝুম মাল্টিমিডিয়া'র ব্যানারে প্রকাশ পেয়েছে। চমৎকার রোমান্টিক এ গানটির কথা এবং সুর করেছেন কোলকাতার আলামিন ইসলাম। সংগীতায়োজনে ছিলেন সাদ শাহ।

গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে রিজভী বলেন- "এই বছর আমার গাওয়া বেশ কিছু গান ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই গানটিতে সহশিল্পী প্রিয়াংকা পিয়া গেয়েছে দুর্দান্ত। আশা করি গানটি শ্রোতারা পছন্দ করবেন।"

গানটিতে মডেল হিসেবে ছিলেন শিমুল খান রাজ এবং ছায়াবিনী। ভিডিও পরিচালনার দায়িত্বে ছিলেন সোহাগ খান এসকে।

উল্লেখ্য, এই ঈদেই 'জারা মিউজিক'র ব্যানারে রিজভী এবং আঁখি'র গাওয়া "ভালোবাসি তোকে", রিজভী এবং পুষ্পিতা'র গাওয়া "শুধু একটা কথা দাও" ও ঝুম মাল্টিমিডিয়া'র ব্যানারে রিজভী এবং তিথি'র গাওয়া " চেয়েছি তুই" শিরোনামের আরও তিনটি মিউজিক ভিডিও প্রকাশ পায়।