শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ

গাজীপুর ব্যুরো

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১০ মে ২০২১ সোমবার

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধ ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ সোমবার (১০ মে) দুপুর দেড়টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন তারা। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও শ্রমিকরা জানায়, সকালে কারখানার শ্রমিকরা ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে কর্মবিরতি করে কারখানার ভিতরে বিক্ষোভ করে। পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে কারখানার শ্রমিকরা পুলিশের সাথে ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে।
 
পুলিশ শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়ায় ৫ জন পুলিশ সদস্য ও ১২ জন শ্রমিক আহত হয়। শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আহত শ্রমিকদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়। গুরুতর আহত ৩ জন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।