নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহে মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবা প্রদান
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত : ০২:৫১ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রোববার
"খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন" প্রতিপাদ্য বিষয়ের আলোকে নওগাঁর সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২১ উদযাপনের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
গতকাল রোববার সকাল ১০ টায় স্বাস্থ্য কমপেস্নক্সে মিলনায়তনে বাংলার সূর্যসšত্মান বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোলস্নার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রম্নহুল আমিন। এসময় মুক্তিযোদ্ধাদের ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও অন্যান্য রোগের চিকিৎসা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ৩৯ জন বীর মুক্তিযোদ্ধার সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোর্শেদ মঞ্জুর কবির লিটন, মেডিকেল অফিসার ডাঃ রাশিদুল ইসলাম প্রমূখ। উলেস্নখ্য, গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যšত্ম দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে।
