সোনাগাজীতে ৬০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রোববার
পবিত্র রমজান মাস এবং করোনা মহামারি উপলক্ষে শুক্রবার ফেনীর সোনাগাজীতে মজলিশপুর সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ দরিদ্র পরিবারের মাঝে রমজান ফুড প্যাকজ বিতরণ করা হয়। স্থানীয় মজলিশপুর ঈদগাহ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নিরাপদ দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে আশপাশের এলাকায় ব্যাপক সাড়া পড়ে। উপজেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ উন্নয়ন ফাউন্ডেশন নেতৃবৃন্দ এবং সহযোগি ক্লাবের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, করোনাকারীন অর্থনৈতিক মন্দার মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে গ্রামীন জনপদে নেমে আসা অর্থনৈতিক বিপর্যয়ের মাঝে সমাজ উন্নয়ন ফাউন্ডেশন দুইটি ইউনিয়নের ২৬টি ক্লাবের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার ৬০০ হতদরিদ্র পরিবার খুজে বের করে তাদের জন্য প্রায় এক মাস চলার উপযোগি খাদ্যসামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। প্রতিটি পরিবারের জন্য বিতরণকৃত খাবারের মধ্যে ছিল চাল ১০ কেজি, মসুর ডাল ১ কেজি, বুটের ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, চিনি ২ কেজি, তেল ২ লিটার, পেঁয়াজ ২ কেজি, আলু ৫ কেজি, রসুন আধা কেজি, মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, খেজুর আধা কেজি এবং ১ কেজি করে লবন।
স্থানীয় যুব সংগঠনগুলোর সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবকদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে ৫টি ট্রাকভর্তি প্রায় আঠারো হাজার কেজি খাবার প্যাকেটজাত করা হয় এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে বন্টন করা হয়। খাদ্যপণ্যভর্তি বস্তাগুলো সাজানো হয় নিরাপদ দূরত্বে সারিবদ্ধভাবে। এরপর পূর্বনির্ধারিত উপকারভোগিদের হাতে তুলে দেওয়া হয় স্বাস্থথ্যবিধি মেনে। এসময় করোনাকালীন সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মজলিশপুর সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পদক মঞ্জুরুল ইসলাম সুমন। করোনাকারীন এ রমজান মাস উপলক্ষে সারা দেশের দরিদ্র মুসলমানদের পাশে দাঁড়নোর জন্য তিনি সমাজের বিত্তবান মানুষদেও এগিয়ে আসার আহবান জানান।

রমজান ফুড প্যাকেজ বাস্তবায়নে সহযোগি সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে স্থানীয় শতরূপা স্পোটিং ক্লাব, স্পন্দন স্পোর্টিং ক্লাব, অলস্টার আলমপুর, প্রতিভা স্পোর্টিং ক্লাব, জোড়াতালি ক্রিড়া সংঘ, রূহুল আমিন স্মৃতি সংসদ, মাওলানাপাড়া যুব উন্নয়ন পরিষদ, বান্দের পাড় তরুণ সংঘ, গোল্ডেন স্টার স্পোর্টিং ক্লাব, গোপাল গাঁও নিউ স্পোর্টিং ক্লাব, এমপি স্পোর্টিং ক্লাব, প্রতিশ্রুতি স্পোর্টিং ক্লাব, ভোরের পাখী স্পের্টিং ক্লাব, বগাদানা ক্রিড়া ও সাহিত্য উন্নয়ন সংঘ, গুনক যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংসদ, পাটোয়ারি যুব সংঘ, দিগন্ত স্পোর্টিং ক্লাব, নবজাগরণ স্পোর্টিং ক্লাব, আইডিয়াল স্পোর্টিং ক্লাব, স্বপ্নকুঁড়ি কাজিরহাট, রাঘবপুর সার্বিক উন্নয়ন সংঘ, আলমপুর যুবকল্যাণ পরিষদ, আড়কাইম একতা সংঘ, ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশন কাটাখিলা, ব্লাড ডোনেট কুঠিরহাট এবং তাকিয়াবাজার ডোনেট অর্গেনাইজেশন
