শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

লাকসাম পৌরসভা ছাত্রলীগ সহ সভাপতির মাস্ক ও জীবাণুনাশক বিতরণ

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষার লক্ষে লাকসাম পৌরসভা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফারহান খান হাসিব নিজ উদ্যোগে লাকসাম পৌরসভা ৭নং ওয়ার্ডে নিজ এলাকার মাসজিদে আজ বিনা মূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে বিতরণ করেছেন। 

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে জুমার নামজের পর স্থানীয় একটি মাসজিদে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।

বিতরণকালে সহ-সভাপতি ফারহান খান হাসিব বলেন, দেশের সব দূর্যোগকালীন সময়ে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে দেশের সকল নেতাকর্মীকে এগিয়ে আসার আহ্বান করছি।