শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

ভ্যান চালককে জরিমানা ও হতাশা থেকে মুক্তি দিলেন ওসি আক্তার হোসেন

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২১ এপ্রিল ২০২১ বুধবার

ব্যাটারি চালিত ভ্যান চালককে জরিমানা ও হতাশা থেকে মুক্তি দিলেন পালং মডেল থানার সাহসী ও কর্তব্য পরায়ন অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন। বিশ্বের মহামারী করোনাকালীন লকডাউন সময়ে যেখানে মানুষের ঘরে থাকার কথা ছিল সেই লকডাউন উপেক্ষা করে নিজের পরিবারের ভরণ পোষণের জন্য  শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের ব্যাটারি চালিত ভ্যানচালক গত ১৯ এপ্রিল দুপুরের দিকে মাল বোঝাই ভ্যান নিয়ে যাওয়ার সময় শরীয়তপুর সদর পৌর বাস স্টান্ড সড়কে নিজের ভুলে ঐ ভ্যানচালক একটি দামি প্রাইভেট কারের পিছনে ধাক্কা মারে। প্রাইভেট কারের পিছন থেকে ধাক্কা লাগার কারণে ওই গাড়ির ব্যাকলাইট ও বাম্পার টি ক্ষতিগ্রস্ত হয়। ওই প্রাইভেট কারের চালক  বলেন আমার গাড়ির যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামত করতে ২০ থেকে ২৫ হাজার টাকা লাগবে আমি এত টাকা পামু কই আমার চাকরি থাকবে না। প্রাইভেট গাড়ির চালক বিষয়টি পালং থানা অবগত করলে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ভ্যানচালককে থানায় নিয়ে আসে। ওসি আকতার হোসেন ভ্যানচালকের কাছ থেকে দুর্ঘটনার বিষয়টি শুনে তাকে ওই দিন সন্ধার পরে আসতে বলেন। ওই ভ্যানচালক জরিমানার ভাবনা ভেবে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মাগরিবের নামাজের পর সন্ধ্যা সাতটার দিকে  থানায় হাজির হয়। ওসি আকতার হোসেন অসহায় ভ্যানচালককে  বলেন আপনি কোনো চিন্তা কইরেন না। আপনার ওই গাড়ির ক্ষতিপূরণের টাকা দেওয়া লাগবে না, আমি দিয়ে দিব। আপনি ভ্যান গাড়ি নিয়ে চলে যান এবং আমার জন্য দোয়া কইরেন। ভ্যানচালক গণমাধ্যমকে বলেন পুলিশ যে এত ভাল মানুষ হয় আমার তা জানা ছিলোনা। এই থানার ওসি সাহেব অত্যন্ত ভালো মানুষ। আমি তার জন্য সারা জীবন নামাজ পড়ে দোয়া করব। 

পালং থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন বলেন ব্যাটারি চালিত ভ্যান চালক নিজের ভুল এই প্রাইভেট গাড়ির পিছনে ধাক্কা মারে আর ধাক্কা লাগার কারণে ওই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ওই ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামত করতে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার প্রয়োজন। এত টাকা অসহায় ভ্যানচালক কোথায় পাবে? জরিমানার টাকা জোগাড় করতে ওই ভ্যানচালক পরিবারের সহায়-সম্বল বিক্রি করা লাগতে পারে তখন ওই পরিবারটি পথে বসে যেতে পারে। একেতো করোনা লকডাউন সামনে ঈদে আসছে সবদিক বিবেচনা করে ওই ভ্যানচালককে জরিমানা থেকে মুক্ত করে দিই। আর ওই ক্ষতিগ্রস্ত প্রাইভেট গাড়িটির মেরামতের দায়িত্ব নেই।