সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২১ এপ্রিল ২০২১ বুধবার

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্টে ক্যারিয়ারে তিনি এই প্রথমবার সেঞ্চুরি পেলেন। এর জন্য তিনি খেলেছেন ২৩৫ বল। নিজের প্রথম শতক পূর্ণ করতে তিনি মেরেছেন একটি ছয় ও ১২টি চারের মার।

সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তকে নিয়ে ট্রোল কম হয় না। এসব ট্রোলের জবার শান্ত মুখ দিয়ে নয়, ব্যাট দিয়ে দিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। আর শান্তকে তৃতীয় উইকেটে সঙ্গে দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। তিনি এখনো ব্যাট করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৭৯ ওভারে ২ উইকেটে ২৬২  রান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেরিয়ে শান্ত ছুটছেন আপন গতিতে। আর শান্তর সঙ্গে রয়েছেন মুমিনুল। তিনি ১২১ বলে করেছেন ৫১ রান।