রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

দক্ষিণ সুরমায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট প্রতিনিধি:

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকাল সোয়া ৬টায় দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ কাশবন রাস্তার মুখ থেকে ইয়াবা বিক্রয়কালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সোয়া ৬টায় দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ কাশবন রাস্তার মুখে কৌশলে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয়কালে তকবির হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গ্রেফতারকৃত তকবির হোসেন সুনামগঞ্জ জেলার সদর থানার সোনাপুর, রনতশ্রী এলাকার আবু সালামের পুত্র।

গ্রেফতারকালে তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং- ১৮,) দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন  দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।