রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

কুমিল্লায় ছাত্রলীগ নেতা দিপু হামলার ঘটনায় থানা মামলা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২১ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান দিপুর উপর সন্ত্রাসীদের বর্বোরচিত হামলার ঘটনায় কোতয়ালী মডেল থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন ছাত্রলীগ নেতা দিপুর বড় ভাই রেজাউল হাসানা হৃদয়।


আসামীরা হলেন সফিক মিয়া, মো রাসেল,  আবু তাহের, রহমতুল্লাহ, ও হোসেন মিয়া। আসামীরা সকলেই আদর্শ সদর উপজেলার বিবির বাজার গাজিপুর গ্রামের বাসিন্দা। এজাহার সূত্রে জানা যায়, আসামীরা স্থানীয় চাদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ মাদক ব্যবসায় জড়িত।


 উল্লেখ্য গত শুক্রবার বেলা সাড়ে ১২ টায় দিকে বিবির বাজার সংলগ্ন গাজিপুর বালুরঘাটের সামনে একটি ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রদিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যার চেষ্টা চালায় ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান দিপুকে। এ ঘটনার গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।