বাঁশখালীর ঘটনায় পুলিশ ও বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের মামলা
চট্টগ্রাম ব্যুরো,
প্রকাশিত : ০৪:০২ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় 'এস আলম গ্রুপ'র মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্রে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাঁশখালী থানায় দুটি মামলা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) রাতে মামলা দুটি করা হয়। মামলা দুইটির একটি পুলিশ বাদী হয়ে করেছে, অন্যটি করেছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
মামলা হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর। তিনি বলেন, 'এসএস পাওয়ার প্ল্যান্টে সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা পুলিশের দায়িত্ব পালনে বাধা ও হামলার অভিযোগে করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার জনকে আসামি করা হয়। অন্য মামলাটি করেছেন এসএস পাওয়া প্ল্যান্টের চিফ কোর্ডিনেটর ফারুক আহমেদ। লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগে করা ওই মামলায় ২২ জনের নাম উল্লেখ পূর্বক আজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।'
এর আগে শনিবার সকালে ১০ দফা দাবিতে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকরা বিক্ষোভে নামে। সেখানে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহত এবং অন্তত ২৫জন আহত হওয়ার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ পুলিশ সদস্যও রয়েছে। তারা শ্রমিকদের ছোড়া ইট পাথরের আঘাতে আহত হন।
এ ঘটনা তদন্তে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি এবং জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
