মধুখালীতে ১৬শ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
আরাফাত হোসেন রাজিব, মধুখালী প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
মধুখালীতে র্যাবের অভিযানে ১ হাজার ৬ শত পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। র্যাব ৮ সিপিসি-২ ,ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খরসেদ আলম এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ ই এপ্রিল বুধবার গভীর রাতে মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মোক্তার সেখ (২৭) কে ১ হাজার ৬ শত পিছ ইয়াবা সহ আটক করে।
সে উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের মৃত নিজাম সেখের ছেলে । উদ্ধারকৃত মাদক দ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেপ্তারকৃত মোক্তারের বিরুদ্ধে মধুখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
