সিলেট এয়ারপোর্ট রোডস্থ ৩৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১
সিলেট প্রতিনিধি
প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার
সিলেট ৩৪ লিটার চোলাই মদসহ নীলমনি চন্দ্র নাথ (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি সিলেটের গোলাপগঞ্জের দক্ষিনভাগ (রামপা) এলাকার মৃত নগেন্দ্র চন্দ্র নাথের ছেলে।
সোমবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে র্যাব-৯ সিলেটে মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার (১১ এপ্রিল) রাত ১১ টার দিকে এসএমপির এয়ারপোর্ট থানার আম্বরখানা টু এয়ারপোর্ট রোডস্থ সবুজসংঘ গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
