রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-১০ এর এইচ ব্লকে আগুন লাগে। এতে কয়েকটি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
আগুনের বিষয়টি নিশ্চত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখন বলা যাচ্ছে না।
এর আগে গত ২২ মার্চ বালুখালী রোহিঙ্গা শিবিরে আগুন লেগেছিল। সেসময় ক্যাম্পের অন্তত এক হাজার ঘর পুড়ে যায়।
