রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

পালং থানার নবাগত ওসির স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

 

শরীয়তপুর পালং মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ আক্তার হোসেন। তিনি গত ৭ এপ্রিল  যোগদান করেন। এরপূর্বে তিনি নারায়ণগঞ্জ আড়াইহাজার থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

পালং থানায় যোগদান করেই গত ১১ এপ্রিল বেলা সাড়ে এগারোটার  দিকে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় যোগদান করেন। তিনি ওই মতবিনিময় সভায় বলেন আইন-শৃংখলা পরিস্থিতি সম্মুন্নত রাখা, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, মাদক নির্মূলসহ সর্বক্ষেত্রে সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। তিনি মতবিনিময় সভায় প্রতিশ্রুতি দেন যত বড় নেতাই হোক না কেন যারা মাদকের সাথে জড়িত আছে তাদের সাথে আপোষ হীন ভাবে আমার কাজ চালিয়ে যাবো। আমি যতদিন এ থানায় আছি আমার দরজার সকলের জন্য খোলা এবং আমি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকতে চাই এতটুকূ সহযোগিতা আমাকে আপনারা করবেন।

জানা যায় অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন মুন্সিগঞ্জ উপজেলার সিরাজদি খানের  বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন ডিএমপি এবং ’নারায়ণগঞ্জ আড়াইহাজার থানায় নিষ্টা ও সততার সাথে দায়িত্ব পালন করেন।