সরিষা বহনকারী ট্রাকে মিলল ৩৮ কেজি গাঁজা, গ্রেফতার ১
শান্ত কবির
প্রকাশিত : ০৮:২০ পিএম, ১১ এপ্রিল ২০২১ রোববার
রাজধানীর গাবতলী এলাকায় সরিষা বহনকারী ট্রাক হতে ৩৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। এই ঘটনায় একটি ট্রাক জব্দ রয়েছে।
রবিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাস-স্ট্যান্ড এলাকায় থেকে মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত নাম- মোঃ মাসুম রেজা (৩৩)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত আসামী দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ট্রাকের মাধ্যমে বিশেষ কায়দায় সরিষা পরিবহনের আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডিলারদের নিকট মাদক সরবরাহ করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
