ভালুকা উথুরায় গজারী বন থেকে ১৬বছরের কিশোরের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ময়মনসিংহের ভালুকায় এক কিশোর খুন হয়েছে। আজ দুপুরে উপজেলার মরচী গ্রামের দাসপাড়া যতিন্দ্রের চালায় গজারী বনের মাঝখানে তার লাশের সন্ধান পাওয়া যায়।
স্হানীয় সূত্রে জানা যায়, খুন হওয়া যুবক মরচী গ্রামের মোস্তফার ছেলে আমিরুল ইসলাম (১৬)।খুন হওয়া যুবক আমিরুল ইসলাম মেস্তুরী কাজ করতো। গত শনিবার দুপুরে বাড়ী থেকে বের হয়ে যায় আমিরুল এবং তার ব্যবহারকৃত মোবাইলটি তার চাচীর কাছে রেখে যায়।তারপর থেকে আর কোন সন্ধান পাওয়া যায়নি। আজ দুপুরে যতিন্দ্রের চালার গজারী বনের মাঝ খানে তার লাশ পাওয়া যায়।
স্হানীয় লোকজন ঘটনাস্হলে এসে লাশটি পড়ে থাকতে দেখে ভালুকা মডেল থানায় খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরুজ তালুকদার জানান - খুন হওয়া যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্হা গ্রহণ করা হবে।
