শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

বড়াইগ্রামে সতন্ত্র প্রার্থীর শত বাধাকে অতিক্রম করে নৌকা প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

নাটোরের বড়াইগ্রামে উপজেলা নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পথসভা সকাল ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও পতিপক্ষ সতন্ত্র বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মোয়াজ্জেম হোসেন বাবলুর সমর্থিত কর্মী বাহিনীর উসকানী মূলক বিভিন্ন বাধাকে অতিক্রম করে পথসভাটি দুপুর ১২ টায় শুরু হয়।

পথসভা শুরু হওয়ার আগে সতন্ত্র বিদ্রোহী প্রার্থীর কর্মী বাহিনী বিভিন্ন আতংকের সৃষ্টি করে । এ সময় আতংক সৃষ্টি কারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হলেও আইন-শৃঙ্খলা বাহিনীর করা নজরদারিতে পরে দুপুর ১২ টায় পথসভাটি সম্পন্ন হয়।

নৌকার পক্ষে পথসভার মিছিল বনপাড়া বাজার থেকে বাইপাস মোড় প্রদক্ষিন করে বনপাড়া বাজারে এসে শেষ হয়।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, চান্দাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সোবাহান প্রামানিক সহ উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।