ফুটেজ নষ্ট, ফের শুটিংয়ে বুবলী
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। বিরতির পর ফের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। গত সোমবার গাজীপুরের একটি রিসোর্টে শেষ করেছেন ‘চোখ’ ছবির শুটিং।
এদিকে, বুবলী ‘উধাও’ হওয়ার আগে ‘ক্যাসিনো’ ছবির শুটিং শেষ করেছিলেন। কিন্তু ছবিটির একদিনের ফুটেজ নষ্ট হওয়ায় ফের শুটিং করতে হয়েছে তাকে এবং পুরো টিমকে।
ছবির পরিচালক সৈকত নাসির বলেন, একদিনের শুটিংয়ের ভিডিও ফুটেজ নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার শুট করতে হয়েছে আমাদের। গতকাল রাজধানীর কয়েকটি স্থানে আমরা ছবির শুটিং করেছি।
ছবির নায়ক নিরব জানান, গতকাল ‘ক্যাসিনো’র কাজ শেষ করা হয়েছে। আজ তিনি অংশ নিয়েছেন অনন্য মামুনের ‘অমানুষ’ ছবির শুটিংয়ে। বর্তমানে ঢাকার অদূরে বিরুলিয়া চলছে এর দৃশ্যধারণ।
শবনম বুবলী দ্রুতই শাকিব খানের বিপরীতে ‘লিডার- আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। ছবিটি নির্মাণ করছেন নাট্যনির্মাতা তপু খান।