ভোলায় পুরোহিত সেবাইতদের প্রশিক্ষণ উদ্বোধনে পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ভোলায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট,ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে সোমবার ধর্মীয় , আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ” ৩দিনের প্রশিক্ষন শুরু হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারী) শেষ হবে এ প্রশিক্ষণ । ভোলার নলীনি দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই পুরোহিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার পিপিএম সেবা পদকপ্রাপ্ত মোঃ মোকতার হোসেন ।
এসময় বরিশালের হিন্দু কল্যান ট্রাস্টের প্রশিক্ষণ কর্মকর্তা চম্পা সেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি পুলিশ সুপার মোকতার হোসেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা সহকারী প্রকল্প পরিচালক নুরুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী,
জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, মাস্টার ট্রেইনার অমল কৃষ্ণ চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ধ্রুব হাওলাদার, বরিশালের সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা আকাশ হীরা প্রমুখ। এ সময় পুলিশ সুপার মাদক বিরোধী আন্দোলন ও মাদক নির্মূল করতে পুরোহিতদের সহযোগিতা চান। তিনি বলেন কোন ধর্মের মানুষ সংখ্যালঘু নন। সংখ্যালঘু হচ্ছে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীরা। ওদের নির্মূল করতে হবে। প্রশিক্ষণে ২৫ জন পুরোহিত ও ২৫ জন সেবাইত অংশগ্রহন করেন ।
