ঢাকাস্থ লাকসাম- মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি নির্বাচিত
স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার

বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক মো: নাসির উদ্দিন মজুমদার ঢাকাস্থ লাকসাম- মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মনোনীত হয়েছেন। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, ৯০ দশকের নওয়াব ফয়জুন্নেছা কলেজের ছাত্রলীগের তুখোড় নেতা মো: নাসির উদ্দিন মজুমদারদের পৈত্রিক বাড়ী লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দোখাইয়া গ্রামে। অপদে মস্তকে বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের সমর্থক জনাব নাসির উদ্দিন মজুমদার ঢাকা সাভারস্থ ট্যানারী পল্লীতে অবস্থিত এনা ইন্টারন্যাশনাল কোম্পানী লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক। তিনি বাংলাদেশ লেদার বায়িং এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এ সংগঠনের পক্ষ থেকে বিদেশে বাংলাদেশের চামড়া শিল্পের প্রচার ও ব্যবসায়িক প্রসারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছেন।
জনাব নাসির উদ্দিন মজুমদার একজন ধর্মভীরু মুসলিম হিসেব ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছেন। লাকসামসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মাদ্ারাসা, মসজিদের উন্নয়নে তিনি নিবেদিত প্রাণ। লাকসাম পৌরসভাধীন ঐতিহ্যবাহী বাতাখালী হাফেজীয়া মাদ্ারাসা ও এতিমখানার উপদেষ্টা তিনি।