শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

বসন্ত প্রেমের চিরকুট - রশ্মি ভট্টাচার্য্য

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার

বসন্ত প্রেমের চিরকুট
রশ্মি ভট্টাচার্য্য

ফাগুনে লাগিছে হৃদয়ে দোলা
বসন্ত আলাপে ডুবেছি প্রেমে, 
মনে অহরহ কামনার খেলা
জোছনা রাত্রি আসিছে নেমে। 

আবীর অভ্রে তব তনুখানি 
রাঙিয়ে আজি করিব লালিমা, 
ভালোবাসা দিব চিবুকে মাখিয়ে
ফাগুনে রচিব প্রেমের মহিমা।

রক্তিম সাজে পলাশ বনে
লুকোচুরি আজি খেলিব মোরা, 
কোকিলের গানে বাতাস ভরিবে
শিমুলের মালা গাঁথিব জোড়া। 

আঁখিদ্বার হয়ে হৃদয় বহিব
রক্তে মিশিব সোহাগী স্রোতে, 
তারার রাজ্যে পাড়ি দিব আজি
অভিসারে মোরা যাইব মেতে। 

চুম্বন এঁকে ললাটে তব
আপন করিব মিলন রাতে, 
আগুনের ছ্যাঁকা লাগিছে দেহে
চাইছে তব স্পর্শ পেতে। 

প্রেমের তৃষ্ণা নিবারণ করে
ছুঁয়ে যাব তব ভ্রুযুগল, 
আত্মার সাথে মিশিয়া নিও
ধরিতে দিও গো চরণতল।