ফাগুন হাওয়া - সামিয়া আক্তার
প্রকাশিত : ০৬:০৯ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার

ফাগুন হাওয়া
✒ সামিয়া আক্তার
ফাগুন হাওয়ায় ঝরছে ফুল ;
পলাশ শিমুল কৃষ্ণচূড়া ফুল |
এসেছে ফাল্গুন ;
লেগেছে হাওয়া।
প্রকৃতিতে এসেছে সজীবতা;
নতুন কচি পাতার নাচনে ,
লেগেছে সেই দোলা |
দক্ষিণা বাতাস বয়ে চলেছে ;
কচি পাতার নাচের তালে তালে |
কোকিলের কুহু কুহু ডাকে ;
বসন্তের আমেজ স্বরূপে যেনো ফিরে |
পলাশ শিমুল কৃষ্ণচূড়ায় ;
ছড়িয়েছে রক্তিম সূর্যের রঙ,
সেজেছে সেই রঙে মন |
আম্রমুকুলে ভরপুর আম্রবৃক্ষ;
মুকুলের মৌ মৌ গন্ধে ;
মাতোয়ারা মন বাহারি রঙে আজি যেনো সাজে |
বাসন্তী রঙের শাড়িতে প্রেয়সী ;
প্রিয়তমের প্রতীক্ষার প্রহর গুনে চলে |
বসন্তের ঝিরিঝিরি মিষ্টি বাতাসে ;
হৃদয়ে দোলা লাগিয়ে ;
প্রিয়তম আসবে আমার গোধূলির আলোমাখা শেষবেলাতে |
সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ;
ফাগুন হাওয়া হয়ে ||