সড়ক চাই নিরাপদ - মহিউদ্দিন
প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার

সড়ক চাই নিরাপদ
মহিউদ্দিন
রাস্তা দিয়ে চলছে গাড়ি
মানে ভীষন ভয়,
জানি না যে কোন সময়ে
কি যে কেমন হয়।
শতো বাহন গতি বেগে
চলছে বারো মাস,
নিত্য দিনে খবর মিলে
হইলো পথে লাশ।
গাড়ি কিনা বিমান চলে
ক্যামনে আমি কই,
স্বজন কাঁদে লাশটা দেখে
ক্যামনে আমি শই।
প্রতিবাদে চলো আজি
বলি সবে ভাই,
সবি খানে দেশের সড়ক
নিরাপদে চাই।